টিসিবির পণ্য পাননি অর্ধশতাধিক কার্ডধারী, ক্ষোভ প্রকাশ
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফেরত গেছেন অর্ধশতাধিক কার্ডধারী। বিষয়টি নিয়ে কার্ডধারী লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে বিষয়টি নিয়ে টিসিবি ডিলার ও জনপ্রতিনিধিরা একে অন্যকে দোষারোপ করেছেন। আজ বৃহস্পতিবার পৌরশহরের ৪ ও ৫ নম্বর এই দুটি ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণ করা হয়।