হামলা-ভাঙচুরের পর জনতা জুট মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নরসিংদীর পলাশের জনতা জুট মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে মিলে এই নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। ১৪ দফা দাবিতে গত বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা, ভাঙচুর ও লুটপাটের পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।