‘মানুষের কাছে টাকা নাই, আগের মতো ভিক্ষা দেয় না’
‘মানুষের কাছে টাকা নাই, আগের মতো ভিক্ষা দেয় না। আগে সারা দিনে আড়াই শ-তিন শ টাকা পাইতাম। এখন এক -দেড় শ টাকাই পাওয়া যায় না।’ কথাগুলো বলেন মজিদা বেওয়া (৬৫)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন গ্রামের মৃত ময়েজ শেখের মেয়ে।