ছায়াঢাকা পাখি ডাকা গ্রাম
মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের কান্দাবাসাইল হলো আমার গ্রাম। ৬৭ বছর আগে প্রকৃত অর্থেই গ্রামটি ছিল ছায়াঢাকা, পাখি ডাকা, ছায়া সুনিবিড়। ছোটবেলায় আমরা ঝিঁঝিপোকার ডাকে ঘুমিয়ে পড়তাম, ঘুম ভাঙত পাখির ডাকে। আধুনিকতার কোনো ছোঁয়া না-লাগা ছবির মতো গ্রামটি এখন শুধু স্মৃতিতে আছে, বাস্তবে নেই।