বালিয়াটি জমিদারবাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
প্রতিদিনের মতো মঙ্গলবার (ঈদের চতুর্থ দিন) বিকেল ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিদারবাড়ির চারপাশে যেন এক মেলার আমেজ। বাহিরে সারি সারি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন, গেটের সামনে টিকিট কাউন্টারে হালকা জট। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা ও শিশুদের জন্য ২০ টাকা।