সেই মইদুল ‘১৩টি নয় ২৪টি’ বিয়ে করেছেন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের বোর্ডঘর বাজার গ্রামের বাসিন্দা মো. মহিদুল ইসলাম মইদুল (২৭)। ২০১৬ সালে নৌবাহিনীতে অফিস সহায়ক পদে চাকরি হয় তাঁর। দুই বছরের মাথায় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে হন চাকরিচ্যুত। এরপর শুরু করেন প্রতারণা। নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিয়ে করেন ২৪টি। হাতিয়