‘ঠান্ডার জন্যে সারা রাত ঘুম ধরে না’
‘এক বেলা না খায়া থাকা যায়, কিনতু এমন ঠান্ডার মোধ্যে থাকা যায় না। এ রকম ঠান্ডা দেখোম নাই। ঠান্ডার জন্যে সারা রাত ঘুম ধরে না। আজ কমবোলখান পায়া খুব খুশি নাগছে। এখন যদিল একটু ঘুমবার পাই’—এভাবেই হাড় কাঁপানো শীতের মধ্যে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন