ফুলবাড়ীতে অপহরণের এক সপ্তাহেও উদ্ধার হয়নি কিশোরী
অপহরণের এক সপ্তাহেও উদ্ধার হয়নি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কলেজ ছাত্রী নূপুর মহন্ত (১৬)। অপরদিকে মামলার ২ ও ৩ নম্বর আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। শুধু তাই নয়, মুক্তির পর তাঁরা অপহৃতের বাবা-মাসহ পরিবারে সদস্যদের নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।