কিশোরগঞ্জে রমজান সামনে রেখে গরুর দুধের দাম বেড়েছে
কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে জানা গেছে, ১০ দিন আগেও গরুর দুধ লিটারপ্রতি ৮০-৯০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু গত সপ্তাহ থেকে বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা দরে। গ্রামাঞ্চলের বাজারগুলোতে যে দুধ ৬০-৭০ টাকা লিটার বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।