নিম্নচাপের প্রভাব: কক্সবাজারে মুষলধারে বৃষ্টি, প্লাবিত ৩০ গ্রাম, পাহাড়ধসের শঙ্কা
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত ভারী ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।