উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান, আরসার শীর্ষস্থানীয় নেতা আকিজসহ গ্রেপ্তার ৫
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষস্থানীয় নেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।