প্রজন্মের পর প্রজন্ম গল্প ছড়ানো গাছ
কেউ বলছে অশ্বত্থ গাছ, কেউ বট গাছ, আবার কেউ বলছেন কাঞ্চনা বাদী গাছ। যে যে নামেই চিনুক না কেন শতবর্ষী এ গাছ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার সংলগ্ন শ্মশান ঘাটে এই গাছটির অবস্থান।