তাল হারিয়ে ফেলেছে বিএনপি: শাজাহান খান
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে, লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তাই আজকে বিএনপি তাল হারিয়ে ফেলেছে।