ঈদের পর সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার: শাজাহান খান
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে ঈদের পরই সরকার কঠোর অবস্থানে থাকবে। এভাবেই একটা স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।