কুবির ছাত্রী হলে ‘অচেনা’ সংগঠনের কাওয়াল সন্ধ্যা, স্থগিতের আবেদন শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলে ‘সিরাত সেমিনার ও কাওয়াল সন্ধ্যা অনুষ্ঠান’ আয়োজন করতে যাচ্ছে ‘সোসাইটি অব চেঞ্জ মেকার ক্লাব’ নামে একটি সংগঠন। হলের আবাসিক শিক্ষার্থীরা বলছেন, এই সংগঠনের নাম কখনো তাঁরা শোনেননি। তাঁদের এমন অনুষ্ঠান আয়োজনের ফলে বহিরাগতরা হলে প্রবেশ করতে পারে।