অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।
২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।
২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৭ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে