অনলাইন ডেস্ক
ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি একলাফে ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৫ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য তা উঠে গিয়েছিল প্রায় ৭৯ ডলারে, যা গত জানুয়ারির পর সবচেয়ে বেশি। আমেরিকার অপর একধরনের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৪ ডলারের ওপরে। এটিও জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
আজ তেলের দাম যতটা বেড়েছে, তা ২০২২ সালের পর এক দিনে সবচেয়ে বড় উল্লম্ফন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রশ্ন হলো—এটা কি কেবল বাজারের পক্ষ থেকে একটি সাধারণ ভূরাজনৈতিক প্রতিক্রিয়া, যেখানে অনেক হাইপ তৈরি হয়, কিন্তু বাস্তব ফলাফল হয় না? নাকি যুক্তরাষ্ট্র সত্যিই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছে?’
এদিকে বাজারের অন্যান্য খাতে, বিশেষ করে এশিয়ার প্রাথমিক লেনদেনে শেয়ারের দাম ব্যাপক হারে পড়ে গেছে, যেখানে মার্কিন ফিউচারের বিক্রয় চাপ ছিল সবচেয়ে বেশি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিনিয়োগকারীরা স্বর্ণ ও সুইস ফ্রাঁর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
টোকিওতে এসএমবিসির প্রধান বৈদেশিক মুদ্রা কৌশলবিদ হিরোফুমি সুজুকি বলেন, বৈদেশিক মুদ্রার বাজারেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব। ঝুঁকিমুক্ত সম্পদের চাহিদা বাড়ার ফলে জাপানি ইয়েনের চাহিদাও বাড়তে পারে।
ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি একলাফে ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৫ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য তা উঠে গিয়েছিল প্রায় ৭৯ ডলারে, যা গত জানুয়ারির পর সবচেয়ে বেশি। আমেরিকার অপর একধরনের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৪ ডলারের ওপরে। এটিও জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
আজ তেলের দাম যতটা বেড়েছে, তা ২০২২ সালের পর এক দিনে সবচেয়ে বড় উল্লম্ফন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রশ্ন হলো—এটা কি কেবল বাজারের পক্ষ থেকে একটি সাধারণ ভূরাজনৈতিক প্রতিক্রিয়া, যেখানে অনেক হাইপ তৈরি হয়, কিন্তু বাস্তব ফলাফল হয় না? নাকি যুক্তরাষ্ট্র সত্যিই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছে?’
এদিকে বাজারের অন্যান্য খাতে, বিশেষ করে এশিয়ার প্রাথমিক লেনদেনে শেয়ারের দাম ব্যাপক হারে পড়ে গেছে, যেখানে মার্কিন ফিউচারের বিক্রয় চাপ ছিল সবচেয়ে বেশি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিনিয়োগকারীরা স্বর্ণ ও সুইস ফ্রাঁর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
টোকিওতে এসএমবিসির প্রধান বৈদেশিক মুদ্রা কৌশলবিদ হিরোফুমি সুজুকি বলেন, বৈদেশিক মুদ্রার বাজারেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব। ঝুঁকিমুক্ত সম্পদের চাহিদা বাড়ার ফলে জাপানি ইয়েনের চাহিদাও বাড়তে পারে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৭ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৭ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৭ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৭ দিন আগে