রাশিয়ায় চীনের রপ্তানি ব্যাপক কমেছে। গত অক্টোবরে রাশিয়ায় চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২৪ শতাংশ। সেখানে গত নভেম্বরে রপ্তানি আগের বছরের এই সময়ের তুলনায় অন্তত সাড়ে ১০ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও রাশিয়ার মধ্যে যে বাণিজ্যিক লেনদেন হয় তার বেশির ভাগের মূল্য পরিশোধ করা হয় চীনা মুদ্রা ইউয়ানে। ফলে, এই বাণিজ্য হ্রাসের বিষয়টি চীনের জন্য একটি নেতিবাচক বিষয়। চীনা শুল্ক বিভাগের তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই মাসের পর এই প্রথম রাশিয়ায় চীনের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
চীনা শুল্ক বিভাগের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনের রাশিয়াগামী রপ্তানি নভেম্বরে দুই অঙ্কের সংখ্যা হারে হ্রাস পেয়েছে। এর আগে, গত অক্টোবরে রাশিয়ার চীনের রপ্তানি প্রবৃদ্ধি ২৪ শতাংশ হলেও পরের মাস তথা নভেম্বরেই হ্রাসের মুখ দেখা যায়। যা চলতি বছরের জুনের পর প্রথম হ্রাস।
রাশিয়ায় চীনা পণ্যের রপ্তানি গত মাসে এক বছর আগের তুলনায় সাড়ে ১০ শতাংশ কমেছে। বিপরীতে, রাশিয়া থেকে চীনের আমদানিও কমেছে। গত মাসে ইউয়ান-মূল্যে রাশিয়া থেকে চীনের আমদানি ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। অক্টোবরে রাশিয়া থেকে চীনের আমদানি কমেছিল ৪ দশমিক ৩ শতাংশ। নভেম্বর মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ২০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা অক্টোবর থেকে ৫ শতাংশ কম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৪ ডিসেম্বর বলেন, রাশিয়া-চীন বাণিজ্যের প্রধান চ্যালেঞ্জ হলো পারস্পরিক অর্থ পরিশোধের নিষ্পত্তি এবং উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক এই সমস্যার সমাধানে কাজ করছে।
গত মাসে চীনে তালিকাভুক্ত একটি ফিলিপস, শার্প এবং সনি টেলিভিশন প্রস্তুতকারক কোম্পানি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নিকটে তাদের কারখানায় বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে খুচরা যন্ত্রাংশের জন্য অর্থ প্রদানের সমস্যার কারণে কাজ বন্ধ করে দেয়।
রাশিয়ায় চীনের রপ্তানি ব্যাপক কমেছে। গত অক্টোবরে রাশিয়ায় চীনের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ২৪ শতাংশ। সেখানে গত নভেম্বরে রপ্তানি আগের বছরের এই সময়ের তুলনায় অন্তত সাড়ে ১০ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও রাশিয়ার মধ্যে যে বাণিজ্যিক লেনদেন হয় তার বেশির ভাগের মূল্য পরিশোধ করা হয় চীনা মুদ্রা ইউয়ানে। ফলে, এই বাণিজ্য হ্রাসের বিষয়টি চীনের জন্য একটি নেতিবাচক বিষয়। চীনা শুল্ক বিভাগের তথ্য অনুসারে, চলতি বছরের জুলাই মাসের পর এই প্রথম রাশিয়ায় চীনের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
চীনা শুল্ক বিভাগের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চীনের রাশিয়াগামী রপ্তানি নভেম্বরে দুই অঙ্কের সংখ্যা হারে হ্রাস পেয়েছে। এর আগে, গত অক্টোবরে রাশিয়ার চীনের রপ্তানি প্রবৃদ্ধি ২৪ শতাংশ হলেও পরের মাস তথা নভেম্বরেই হ্রাসের মুখ দেখা যায়। যা চলতি বছরের জুনের পর প্রথম হ্রাস।
রাশিয়ায় চীনা পণ্যের রপ্তানি গত মাসে এক বছর আগের তুলনায় সাড়ে ১০ শতাংশ কমেছে। বিপরীতে, রাশিয়া থেকে চীনের আমদানিও কমেছে। গত মাসে ইউয়ান-মূল্যে রাশিয়া থেকে চীনের আমদানি ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। অক্টোবরে রাশিয়া থেকে চীনের আমদানি কমেছিল ৪ দশমিক ৩ শতাংশ। নভেম্বর মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে ২০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা অক্টোবর থেকে ৫ শতাংশ কম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৪ ডিসেম্বর বলেন, রাশিয়া-চীন বাণিজ্যের প্রধান চ্যালেঞ্জ হলো পারস্পরিক অর্থ পরিশোধের নিষ্পত্তি এবং উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক এই সমস্যার সমাধানে কাজ করছে।
গত মাসে চীনে তালিকাভুক্ত একটি ফিলিপস, শার্প এবং সনি টেলিভিশন প্রস্তুতকারক কোম্পানি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নিকটে তাদের কারখানায় বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে খুচরা যন্ত্রাংশের জন্য অর্থ প্রদানের সমস্যার কারণে কাজ বন্ধ করে দেয়।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫