আসাদুজ্জামান নূর, ঢাকা
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ নিবন্ধিত সব প্রতিষ্ঠানের রিপোর্ট বা জবাবদিহি এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও দেশি-বিদেশি পরামর্শকের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এরই ধারাবাহিকতায় এবার বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নে কমিশনে নিবন্ধিত সব প্রতিষ্ঠানের জন্য একটি একক যোগাযোগ প্ল্যাটফর্ম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘বিএসইসি-আরবিসিএ রিপোর্টিং প্ল্যাটফর্ম’। এবার সেই প্ল্যাটফর্মে প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে একটি নির্দেশনা পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, সমস্ত নিবন্ধিত সংস্থা স্টক ব্রোকার ও স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, ফান্ড ম্যানেজার, ক্রেডিট রেটিং কোম্পানি, ট্রাস্টি, সিকিউরিটিজ কাস্টডিয়ান ও কাস্টডিয়ানকে বিএসইসি-আরবিসিএ রিপোর্টিং প্ল্যাটফর্মে ১৮ থেকে ২০ জুন এই লিঙ্কের মাধ্যমে: . dse. com. bd: 7070 /বিএসইসির ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং (ইউটিএ) করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়া নির্দেশনায় আরও জানানো হয়, সফটওয়্যারটিতে যদি কোনো পর্যবেক্ষণ থাকে, তাহলে ই-মেইলের মাধ্যমে ২২ জুনের মধ্যে বিষয়টি জানাতে বলা হলো। উল্লেখ্য, ব্যবহারকারীর আইডি ও প্রাথমিক পাসওয়ার্ড কোম্পানির মনোনীত ই-মেইল আইডির মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।
ডিএসই প্রতিটি নিবন্ধিত সংস্থার জন্য প্ল্যাটফর্মে সর্বাধিক দুটি ব্যবহারকারী আইডি দেবে। প্রতিটি নিবন্ধিত সংস্থাকে তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও সক্ষম রাখতে কমিশনের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক বিভাগের কর্মকর্তাদের ও ডিএসই-সিএসইর সংশ্লিষ্ট বিভাগের সর্বোচ্চ তিনজন কর্মকর্তার জন্য প্ল্যাটফর্মে ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ সরবরাহ করবে। ডিএসইর ট্রেক হোল্ডারদের ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ ডিএসই নিয়ন্ত্রণ করবে এবং সিএসই ট্রেক হোল্ডারদের ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ সিএসই নিয়ন্ত্রণ করবে। প্ল্যাটফর্মটি বিধি অনুসারে প্রয়োজনীয় সমস্ত রিপোর্টিং ও কমপ্লায়েন্স পরিপালন করতে ব্যবহার করা হবে।
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ নিবন্ধিত সব প্রতিষ্ঠানের রিপোর্ট বা জবাবদিহি এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও দেশি-বিদেশি পরামর্শকের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এরই ধারাবাহিকতায় এবার বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নে কমিশনে নিবন্ধিত সব প্রতিষ্ঠানের জন্য একটি একক যোগাযোগ প্ল্যাটফর্ম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘বিএসইসি-আরবিসিএ রিপোর্টিং প্ল্যাটফর্ম’। এবার সেই প্ল্যাটফর্মে প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে একটি নির্দেশনা পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, সমস্ত নিবন্ধিত সংস্থা স্টক ব্রোকার ও স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, ফান্ড ম্যানেজার, ক্রেডিট রেটিং কোম্পানি, ট্রাস্টি, সিকিউরিটিজ কাস্টডিয়ান ও কাস্টডিয়ানকে বিএসইসি-আরবিসিএ রিপোর্টিং প্ল্যাটফর্মে ১৮ থেকে ২০ জুন এই লিঙ্কের মাধ্যমে: . dse. com. bd: 7070 /বিএসইসির ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং (ইউটিএ) করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়া নির্দেশনায় আরও জানানো হয়, সফটওয়্যারটিতে যদি কোনো পর্যবেক্ষণ থাকে, তাহলে ই-মেইলের মাধ্যমে ২২ জুনের মধ্যে বিষয়টি জানাতে বলা হলো। উল্লেখ্য, ব্যবহারকারীর আইডি ও প্রাথমিক পাসওয়ার্ড কোম্পানির মনোনীত ই-মেইল আইডির মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।
ডিএসই প্রতিটি নিবন্ধিত সংস্থার জন্য প্ল্যাটফর্মে সর্বাধিক দুটি ব্যবহারকারী আইডি দেবে। প্রতিটি নিবন্ধিত সংস্থাকে তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও সক্ষম রাখতে কমিশনের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক বিভাগের কর্মকর্তাদের ও ডিএসই-সিএসইর সংশ্লিষ্ট বিভাগের সর্বোচ্চ তিনজন কর্মকর্তার জন্য প্ল্যাটফর্মে ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ সরবরাহ করবে। ডিএসইর ট্রেক হোল্ডারদের ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ ডিএসই নিয়ন্ত্রণ করবে এবং সিএসই ট্রেক হোল্ডারদের ‘নিয়ন্ত্রক ব্যবহারকারী আইডি’ সিএসই নিয়ন্ত্রণ করবে। প্ল্যাটফর্মটি বিধি অনুসারে প্রয়োজনীয় সমস্ত রিপোর্টিং ও কমপ্লায়েন্স পরিপালন করতে ব্যবহার করা হবে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫