অনলাইন ডেস্ক
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে দাপট দেখিয়েছে বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। টানা পাঁচ কার্যদিবসেই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল এই কোম্পানি।
ফলে সপ্তাহটিতে পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে ড্রাগন সোয়েটার। এই সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬৭ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ড্রাগন সোয়েটারের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩৮ দশমিক ৫৫ শতাংশ।
কোম্পানিটির শেয়ারের সংখ্যা ২১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৭৫। ফলে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৬৭ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৪৮০ টাকা।
২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এখন বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।
কোম্পানির শেয়ারের ৩২ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তার কাছে। ৫৪ দশমিক ৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ১২ শতাংশ।
এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট মোস্তফা গোলাম কুদ্দুস। পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য তাঁর পরিবারের লোকজন। মোস্তফা গোলাম কুদ্দুস পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান।
সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি থেকে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে জাল চুক্তিনামা তৈরি করে অবৈধভাবে প্রায় ১৮৮ কোটি টাকা উত্তোলনের অভিযোগে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা আছে। সেই মামলার তাঁদের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ড্রাগন সোয়েটারের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। ১৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ঢাকা ডাইং।
এছাড়া গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ১৬ দশমিক ৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৫৮, দুলামিয়া কটনের ১৩ দশমিক ৫৫, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৩, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ৯০, ন্যাশনাল ব্যাংকের ১১ দশমিক ৫৪ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে দাপট দেখিয়েছে বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। টানা পাঁচ কার্যদিবসেই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল এই কোম্পানি।
ফলে সপ্তাহটিতে পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে ড্রাগন সোয়েটার। এই সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬৭ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ড্রাগন সোয়েটারের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩৮ দশমিক ৫৫ শতাংশ।
কোম্পানিটির শেয়ারের সংখ্যা ২১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৭৫। ফলে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৬৭ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৪৮০ টাকা।
২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এখন বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।
কোম্পানির শেয়ারের ৩২ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তার কাছে। ৫৪ দশমিক ৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ১২ শতাংশ।
এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট মোস্তফা গোলাম কুদ্দুস। পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য তাঁর পরিবারের লোকজন। মোস্তফা গোলাম কুদ্দুস পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান।
সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি থেকে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে জাল চুক্তিনামা তৈরি করে অবৈধভাবে প্রায় ১৮৮ কোটি টাকা উত্তোলনের অভিযোগে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা আছে। সেই মামলার তাঁদের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ড্রাগন সোয়েটারের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। ১৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ঢাকা ডাইং।
এছাড়া গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ১৬ দশমিক ৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৫৮, দুলামিয়া কটনের ১৩ দশমিক ৫৫, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৩, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ৯০, ন্যাশনাল ব্যাংকের ১১ দশমিক ৫৪ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে