নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আজ রোববার প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর অর্থাৎ প্রায় সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আর দেশের দুই পুঁজিবাজারে রোববার মোট লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার ৮১৯ কাটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭১০ কোটি টাকা।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর রোববার দেশের পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচকও আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ্ সূচক বাড়লেও লেনদেনকৃত ২০১ টির প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে ১৪৫ টির এবং ২০ টির দাম অপরিবর্তিত ছিল।
রেকর্ড লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ২৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইফাদ অটোস ৬১ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে এবং ৫৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এ ছাড়া রোববার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হচ্ছে-রূপালী ইন্স্যুরেন্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সিএসইতেও মূল্য সূচক কমেছে ৩৬ পয়েন্ট। আর লেনদেনকৃত ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩ টির দাম কমেছে, ১৩০ টির, দাম বেড়েছে এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
তবে কালো টাকা বৈধ করার বিষয়ে এবারের বাজেটে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে চলতি ২০২০–২১ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ রয়েছে, তা আগামী অর্থবছর আর থাকছে না বলে মনে করা হচ্ছে।
ঢাকা: ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আজ রোববার প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর অর্থাৎ প্রায় সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আর দেশের দুই পুঁজিবাজারে রোববার মোট লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার ৮১৯ কাটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭১০ কোটি টাকা।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর রোববার দেশের পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচকও আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ্ সূচক বাড়লেও লেনদেনকৃত ২০১ টির প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে ১৪৫ টির এবং ২০ টির দাম অপরিবর্তিত ছিল।
রেকর্ড লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ২৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইফাদ অটোস ৬১ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে এবং ৫৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এ ছাড়া রোববার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হচ্ছে-রূপালী ইন্স্যুরেন্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সিএসইতেও মূল্য সূচক কমেছে ৩৬ পয়েন্ট। আর লেনদেনকৃত ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩ টির দাম কমেছে, ১৩০ টির, দাম বেড়েছে এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
তবে কালো টাকা বৈধ করার বিষয়ে এবারের বাজেটে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে চলতি ২০২০–২১ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ রয়েছে, তা আগামী অর্থবছর আর থাকছে না বলে মনে করা হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২০ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২০ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২০ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২০ দিন আগে