নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। তবে সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৩৫০ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের দুই পুঁজিবাজারের সব কটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে উঠেছে। আর গত তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বাড়ল ২৬২ পয়েন্ট।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৪৫টির, দাম কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির।
ডিএসইতে রোববার মোট ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবারের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫০ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার এবং একমি পেস্টিসাইড।
এ ছাড়া রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬১ পয়েন্ট। সিএসইতে আজ মোট ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনকৃত ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, দাম কমেছে ৭৭টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
দেশের পুঁজিবাজারে মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। তবে সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন আগের দিনের চেয়ে কমেছে ৩৫০ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ দেশের দুই পুঁজিবাজারের সব কটি মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে উঠেছে। আর গত তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বাড়ল ২৬২ পয়েন্ট।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৪৫টির, দাম কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির।
ডিএসইতে রোববার মোট ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবারের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫০ কোটি ২১ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার এবং একমি পেস্টিসাইড।
এ ছাড়া রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬১ পয়েন্ট। সিএসইতে আজ মোট ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনকৃত ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, দাম কমেছে ৭৭টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে