নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে ঈদের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থান অব্যাহত রয়েছে। এই নিয়ে টানা আট কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। এছাড়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণও বেড়েছে। সোমবার ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য ২ সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৫ ও ২১৯৯ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে এক হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১১৬ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, রবি, সাইফ পাওয়ায়, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি, ন্যাশনাল ফিড, সিটি ব্যাংক, লংকাবাংলা ও এসএস স্টিল।
এছাড়া দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৭৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার সিএসইতে ১১৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৪৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি ১৫ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেনকৃত ৩শ’টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ঢাকা: দেশের পুঁজিবাজারে ঈদের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থান অব্যাহত রয়েছে। এই নিয়ে টানা আট কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। এছাড়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণও বেড়েছে। সোমবার ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য ২ সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮৫ ও ২১৯৯ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে এক হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১১৬ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, রবি, সাইফ পাওয়ায়, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি, ন্যাশনাল ফিড, সিটি ব্যাংক, লংকাবাংলা ও এসএস স্টিল।
এছাড়া দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৭৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার সিএসইতে ১১৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৪৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি ১৫ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেনকৃত ৩শ’টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫