নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে টানা বড় দরপতন অব্যাহত রয়েছে। পাশাপাশি শেয়ার লেনদেনেও দেখা দিয়েছে ধস। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের পাশাপাশি লেনদেন ৮৪৯ কোটি টাকায় নেমে গেছে। যা গত সাত মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজার ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় দরপতন হয়েছে। আর পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে দুই হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ ছাড়া ডিএসইতে আজ লেনদেনকৃত ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৪১ টির, বেড়েছে ৮৯ টির এবং ৩২ টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সাত মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। আর আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৭৯ কোটি ৭৮ লাখ টাকা।
গতকাল বুধবার ডিএসইতে ১ হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর আগে এ বছর ২৮ এপ্রিল ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। এরপর বৃহস্পতিবারের আগে ডিএসইতে প্রতি কার্যদিবসে হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়নি।
বৃহস্পতিবার ডিএসইতে শেয়ার লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক এবং ওরিয়ন ফার্মা।
এ ছাড়া আজ দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২১১ পয়েন্ট। সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম। গতকাল বুধবার সিএসইতে ৫৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেনকৃত ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৮২ টির, বেড়েছে ৫৫ টির দাম এবং ২৩ টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
দেশের পুঁজিবাজারে টানা বড় দরপতন অব্যাহত রয়েছে। পাশাপাশি শেয়ার লেনদেনেও দেখা দিয়েছে ধস। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের পাশাপাশি লেনদেন ৮৪৯ কোটি টাকায় নেমে গেছে। যা গত সাত মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজার ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় দরপতন হয়েছে। আর পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে দুই হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ ছাড়া ডিএসইতে আজ লেনদেনকৃত ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৪১ টির, বেড়েছে ৮৯ টির এবং ৩২ টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সাত মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। আর আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৭৯ কোটি ৭৮ লাখ টাকা।
গতকাল বুধবার ডিএসইতে ১ হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর আগে এ বছর ২৮ এপ্রিল ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা। এরপর বৃহস্পতিবারের আগে ডিএসইতে প্রতি কার্যদিবসে হাজার কোটি টাকার নিচে লেনদেন হয়নি।
বৃহস্পতিবার ডিএসইতে শেয়ার লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক এবং ওরিয়ন ফার্মা।
এ ছাড়া আজ দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২১১ পয়েন্ট। সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম। গতকাল বুধবার সিএসইতে ৫৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেনকৃত ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৮২ টির, বেড়েছে ৫৫ টির দাম এবং ২৩ টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২৫ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২৫ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২৫ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২৫ দিন আগে