নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে টানা নয় কার্যদিবস পর মূল্যসূচক কমেছে। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১২ পয়েন্ট। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও। তবে এ দিন লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, টানা নয় কার্যদিবস সূচক বৃদ্ধির পর সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্ট।
ডিএসইর বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস–৩০ সূচক ৮ দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ১২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ পয়েন্টে।
জানা গেছে, সোমবার ডিএসইতে লেনদন হওয়া অধিকাংশ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মুলত এ কারণেই সূচক কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯১টির, অপরিবর্তিত ছিল ৬২টির। ডিএসইতে সোমবার মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গতকাল রোববার ডিএসইতে এ লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ এ হিসেবে টাকার অঙ্কে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে ৭ কোটি টাকা।
সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেক্সিমকো, লাফার্জ–হোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, বিজিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, ন্যাশনাল ফিড মিলস ও রেনেটা লিমিটেড।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সোমবার সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৭ পয়েন্টে। সোমবার সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৩টির, আর অপরিবর্তিত ছিল ৪৭টির। এ দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৮৪ লাখ টাকা।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার চলতি মাসের ১১ তারিখ সারা দেশে লকডাউন ঘোষণার পর পুঁজিবাজারে দরপতন হয়েছিল। তখন ডিএসইর প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট। তবে এর পরই ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। গত রোববার পর্যন্ত টানা নয় কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের উর্ধ্বগতি ছিল। সূচকের উর্ধ্বগতির পাশাপাশি এ সময় পুঁজিবাজারে লেনদেনও বাড়ে। এর মধ্যে গত ২০ এপ্রিল ডিএসইতে ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। যা ছিল গত চার মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ শেয়ার লেনদেন।
ঢাকা: দেশের পুঁজিবাজারে টানা নয় কার্যদিবস পর মূল্যসূচক কমেছে। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ১২ পয়েন্ট। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও। তবে এ দিন লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, টানা নয় কার্যদিবস সূচক বৃদ্ধির পর সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্ট।
ডিএসইর বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস–৩০ সূচক ৮ দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ১২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ পয়েন্টে।
জানা গেছে, সোমবার ডিএসইতে লেনদন হওয়া অধিকাংশ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মুলত এ কারণেই সূচক কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯১টির, অপরিবর্তিত ছিল ৬২টির। ডিএসইতে সোমবার মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গতকাল রোববার ডিএসইতে এ লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ এ হিসেবে টাকার অঙ্কে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে ৭ কোটি টাকা।
সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেক্সিমকো, লাফার্জ–হোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, বিজিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা, ন্যাশনাল ফিড মিলস ও রেনেটা লিমিটেড।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সোমবার সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৭ পয়েন্টে। সোমবার সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৩টির, আর অপরিবর্তিত ছিল ৪৭টির। এ দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭১ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৮৪ লাখ টাকা।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার চলতি মাসের ১১ তারিখ সারা দেশে লকডাউন ঘোষণার পর পুঁজিবাজারে দরপতন হয়েছিল। তখন ডিএসইর প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট। তবে এর পরই ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। গত রোববার পর্যন্ত টানা নয় কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের উর্ধ্বগতি ছিল। সূচকের উর্ধ্বগতির পাশাপাশি এ সময় পুঁজিবাজারে লেনদেনও বাড়ে। এর মধ্যে গত ২০ এপ্রিল ডিএসইতে ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। যা ছিল গত চার মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ শেয়ার লেনদেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫