নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তরের পরের কর্মদিবসেই আবার শ্রেণি পরিবর্তন হয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। গত বৃহস্পতিবার কোম্পানিটিকে ‘বি’ শ্রেণি থেকে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করা হয়েছিল। গতকাল রোববার থেকে আবার ‘বি’ শ্রেণিতে ফিরে এসেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ঘোষিত লভ্যাংশের ৮০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণের হালনাগাদ তথ্য দিতে না পারায় কোম্পানিটিকে দুর্বল মানের ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করেছিল ডিএসই কর্তৃপক্ষ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় ডিএসই। ওই দিন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনসহ মোট ২৮ কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা হয়েছিল। তার মধ্য থেকে গতকাল এনার্জিপ্যাক পাওয়ার আগের শ্রেণিতে ফিরে এসেছে।
ডিএসই সূত্র জানায়, ‘জেড’ শ্রেণিতে স্থানান্তরের সিদ্ধান্তের পর বৃহস্পতিবারই গত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণের হালনাগাদ তথ্য-প্রমাণ ডিএসইর কাছে জমা দেয় এনার্জিপ্যাক। সেই তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে ডিএসই জানতে পারে, কোম্পানিটি ঘোষিত লভ্যাংশের প্রায় ৮৬ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে। এ কারণে কোম্পানিটিকে আবারও আগের শ্রেণিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।
নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করলে ওই কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা হয়। গত ২০ মে ‘জেড’ শ্রেণির কোম্পানি তালিকাভুক্তিবিষয়ক একটি নির্দেশনা জারি করে বিএসইসি। ওই নির্দেশনায় বিধানটি রয়েছে।
পুঁজিবাজারে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তরের পরের কর্মদিবসেই আবার শ্রেণি পরিবর্তন হয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। গত বৃহস্পতিবার কোম্পানিটিকে ‘বি’ শ্রেণি থেকে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করা হয়েছিল। গতকাল রোববার থেকে আবার ‘বি’ শ্রেণিতে ফিরে এসেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ঘোষিত লভ্যাংশের ৮০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণের হালনাগাদ তথ্য দিতে না পারায় কোম্পানিটিকে দুর্বল মানের ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করেছিল ডিএসই কর্তৃপক্ষ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় ডিএসই। ওই দিন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনসহ মোট ২৮ কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা হয়েছিল। তার মধ্য থেকে গতকাল এনার্জিপ্যাক পাওয়ার আগের শ্রেণিতে ফিরে এসেছে।
ডিএসই সূত্র জানায়, ‘জেড’ শ্রেণিতে স্থানান্তরের সিদ্ধান্তের পর বৃহস্পতিবারই গত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণের হালনাগাদ তথ্য-প্রমাণ ডিএসইর কাছে জমা দেয় এনার্জিপ্যাক। সেই তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে ডিএসই জানতে পারে, কোম্পানিটি ঘোষিত লভ্যাংশের প্রায় ৮৬ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে। এ কারণে কোম্পানিটিকে আবারও আগের শ্রেণিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।
নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করলে ওই কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা হয়। গত ২০ মে ‘জেড’ শ্রেণির কোম্পানি তালিকাভুক্তিবিষয়ক একটি নির্দেশনা জারি করে বিএসইসি। ওই নির্দেশনায় বিধানটি রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে