নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে কিছুটা চাঙাভাব ফিরেছে। আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর ডিএসইতে প্রধান মূল্যসূচক সামান্য বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। পাশাপাশি আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। সব মিলিয়ে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ প্রধান পুঁজিবাজার ডিএসই এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। এর আগে গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৭টির, বেড়েছে ১৫২টির এবং ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জিনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং কাট্টালী টেক্সটাইল।
বুধবার দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪২ পয়েন্টে দাড়িয়েছে। সিএসইতে আজ মোট ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম। আগের দিন মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৯৩ লাখ টাকার। আজ সিএসইতে লেনদেনকৃত ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দেশের পুঁজিবাজারে কিছুটা চাঙাভাব ফিরেছে। আজ বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর ডিএসইতে প্রধান মূল্যসূচক সামান্য বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। পাশাপাশি আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। সব মিলিয়ে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, আজ প্রধান পুঁজিবাজার ডিএসই এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে অন্য সূচকগুলো। এর আগে গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৭টির, বেড়েছে ১৫২টির এবং ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জিনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং কাট্টালী টেক্সটাইল।
বুধবার দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৪২ পয়েন্টে দাড়িয়েছে। সিএসইতে আজ মোট ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম। আগের দিন মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৯৩ লাখ টাকার। আজ সিএসইতে লেনদেনকৃত ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫