উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত নতুন দুই মডেলের স্লিম মনিটর বাজারে ছাড়ল ওয়ালটন। ফুল এইচডি রেজ্যুলেশনের এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটর দুটির তিনদিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। বেজেল না থাকায় আকর্ষণীয় ডিজাইনের এই মনিটর দুটি সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। এতে ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন।
সিনেডি ব্র্যান্ডে বাজারে আসা ২১ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লের মনিটর দুটির মডেল ডব্লিউডি ২১৫ আই ০৯ এবং ডব্লিউডি ২১৫ আই ১০। দাম যথাক্রমে ১০ হাজার ৫৫০ এবং ৯ হাজার ৭৫০ টাকা। উভয় মনিটরে থাকছে ৩ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি অনলাইনের ই প্লাজা (///) এবং ডিজি-টেক (///) ওয়েবসাইট থেকে মনিটর দুটি কেনা যাচ্ছে।
১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের মনিটর দুটির আসপেক্ট রেশিও ১৬: ৯। এতে রয়েছে ৩০০ সিডি/এম ২ ব্রাইটনেস এবং ২৪৯.৩ বাই ২৪১ পিক্সেল পিচ। ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল, ১০০০: ১ কনট্রাস্ট রেশিও, ৮৩% এনটিএসসি কালার কোয়ালিটি, ৭৫ হার্জ রিফ্রেশ রেট ইত্যাদি। ফলে মনিটর দুটিতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। প্রয়োজনীয় কাজ কিংবা জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।
মনিটর দুটিতে এইচডিএমআই, ভিজিএ, ডিপি, ইউএসবি টাইপ-সি ইত্যাদি কানেকটিভিডি পোর্ট থাকায় আধুনিক কিংবা পুরাতন সব ধরনের কম্পিউটার ডিভাইসে সহজেই ব্যবহার করা যাবে। এতে রয়েছে ২ ওয়াটের দুটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে অডিও আউট পোর্ট।
ওয়ালটনের নতুন এই মনিটর দুটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে ভেসা মাউন্ট অপশন। ফলে শুধু ডেস্ক বা টেবিলেই নয়, প্রয়োজনে এটি যে কোনো সারফেসে স্থাপন করা যাবে। যারা নিয়মিত গেম খেলেন কিংবা অফিশিয়াল কাজে প্রেজেন্টেশন বা মিটিংয়ে ব্যবহারের প্রয়োজন হয়, তাদের জন্য এই অপশনটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, নতুন মনিটর দুটি ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ২১ দশমিক ৪৫ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চির আরও ৫ মডেলের এলইডি ব্যাকলাইট, প্রোফেশনাল এবং গেমিং মনিটর। দাম ৯ হাজার ৫৫০ টাকা থেকে ৩৮ হাজার ৭৫০ টাকার মধ্যে। এ ছাড়া ওয়ালটন মনিটরের নির্দিষ্ট মডেলে চলছে ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট।
উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত নতুন দুই মডেলের স্লিম মনিটর বাজারে ছাড়ল ওয়ালটন। ফুল এইচডি রেজ্যুলেশনের এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটর দুটির তিনদিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। বেজেল না থাকায় আকর্ষণীয় ডিজাইনের এই মনিটর দুটি সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। এতে ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন।
সিনেডি ব্র্যান্ডে বাজারে আসা ২১ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লের মনিটর দুটির মডেল ডব্লিউডি ২১৫ আই ০৯ এবং ডব্লিউডি ২১৫ আই ১০। দাম যথাক্রমে ১০ হাজার ৫৫০ এবং ৯ হাজার ৭৫০ টাকা। উভয় মনিটরে থাকছে ৩ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি অনলাইনের ই প্লাজা (///) এবং ডিজি-টেক (///) ওয়েবসাইট থেকে মনিটর দুটি কেনা যাচ্ছে।
১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের মনিটর দুটির আসপেক্ট রেশিও ১৬: ৯। এতে রয়েছে ৩০০ সিডি/এম ২ ব্রাইটনেস এবং ২৪৯.৩ বাই ২৪১ পিক্সেল পিচ। ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল, ১০০০: ১ কনট্রাস্ট রেশিও, ৮৩% এনটিএসসি কালার কোয়ালিটি, ৭৫ হার্জ রিফ্রেশ রেট ইত্যাদি। ফলে মনিটর দুটিতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। প্রয়োজনীয় কাজ কিংবা জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।
মনিটর দুটিতে এইচডিএমআই, ভিজিএ, ডিপি, ইউএসবি টাইপ-সি ইত্যাদি কানেকটিভিডি পোর্ট থাকায় আধুনিক কিংবা পুরাতন সব ধরনের কম্পিউটার ডিভাইসে সহজেই ব্যবহার করা যাবে। এতে রয়েছে ২ ওয়াটের দুটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে অডিও আউট পোর্ট।
ওয়ালটনের নতুন এই মনিটর দুটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে ভেসা মাউন্ট অপশন। ফলে শুধু ডেস্ক বা টেবিলেই নয়, প্রয়োজনে এটি যে কোনো সারফেসে স্থাপন করা যাবে। যারা নিয়মিত গেম খেলেন কিংবা অফিশিয়াল কাজে প্রেজেন্টেশন বা মিটিংয়ে ব্যবহারের প্রয়োজন হয়, তাদের জন্য এই অপশনটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, নতুন মনিটর দুটি ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ২১ দশমিক ৪৫ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চির আরও ৫ মডেলের এলইডি ব্যাকলাইট, প্রোফেশনাল এবং গেমিং মনিটর। দাম ৯ হাজার ৫৫০ টাকা থেকে ৩৮ হাজার ৭৫০ টাকার মধ্যে। এ ছাড়া ওয়ালটন মনিটরের নির্দিষ্ট মডেলে চলছে ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২১ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২১ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২১ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২১ দিন আগে