নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার রাস্তায় এখন শুধু বাইক ছুটছে না, ছুটছে এক নতুন ভাবনা—খাবার যেন অপচয়ে না হারায়, পৌঁছে যায় প্রয়োজনে। ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফুডি এবার চালু করল বাংলাদেশে প্রথমবারের মতো এক অভিনব ফিচার—ফুড রেসকিউ।
ফিচারটি বলছে, কোনো অর্ডার বাতিল হলে অথবা গ্রাহক সেটি না নিলে, সেই খাবার যেন ফেলে না দেওয়া হয়; বরং অন্য গ্রাহকের হাতে পৌঁছে যায় কম দামে, ভালো স্বাদে।
ফিচারটির ডিজাইন অনুযায়ী, একটি নোটিফিকেশন যাবে অ্যাপে, আর সঙ্গে থাকবে অফার—চাইলে আপনি কিনে নিতে পারেন সেই খাবার, যার দাম হবে মূল মূল্যের চেয়ে অনেকটা কম। অপচয় হবে না, আবার আপনার পকেটও হাঁফ ছাড়বে।
এ বিষয়ে ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা চাই ফুডি শুধু খাবার না পৌঁছাক, পৌঁছে যাক সচেতনতা আর সুবিধাও। এই ফিচার আমাদের সেই প্রচেষ্টার একটা অংশ।’
এটা শুধু ব্যবসা নয়, যেন এক দায়িত্বশীল যাত্রা। যেখানে প্রতিটি খাবার পাচ্ছে তার গন্তব্য, প্রত্যেক গ্রাহক পাচ্ছেন সাশ্রয়ের সুযোগ। আর শহর পাচ্ছে এক নতুন ধরনের স্মার্ট খাবার ব্যবস্থাপনা।
ফুড রেসকিউ এখন কার্যকর ফুডির সব ডেলিভারি জোনে। প্রযুক্তি ও মানবিকতা একসঙ্গে মিশে তৈরি হয়েছে এমন একটি উদ্ভাবনী উদ্যোগ, যা বাংলাদেশে নতুন।
এখন খাবার শুধু মুখে নয়, মনেও লাগবে। কারণ, এর পেছনে রয়েছে চিন্তা, সচেতনতা ও নতুন দৃষ্টিভঙ্গি। ফুডি দেখিয়ে দিচ্ছে, অ্যাপ শুধু অর্ডার নেয় না, বদলে দেয় ব্যবস্থাও।
ঢাকার রাস্তায় এখন শুধু বাইক ছুটছে না, ছুটছে এক নতুন ভাবনা—খাবার যেন অপচয়ে না হারায়, পৌঁছে যায় প্রয়োজনে। ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফুডি এবার চালু করল বাংলাদেশে প্রথমবারের মতো এক অভিনব ফিচার—ফুড রেসকিউ।
ফিচারটি বলছে, কোনো অর্ডার বাতিল হলে অথবা গ্রাহক সেটি না নিলে, সেই খাবার যেন ফেলে না দেওয়া হয়; বরং অন্য গ্রাহকের হাতে পৌঁছে যায় কম দামে, ভালো স্বাদে।
ফিচারটির ডিজাইন অনুযায়ী, একটি নোটিফিকেশন যাবে অ্যাপে, আর সঙ্গে থাকবে অফার—চাইলে আপনি কিনে নিতে পারেন সেই খাবার, যার দাম হবে মূল মূল্যের চেয়ে অনেকটা কম। অপচয় হবে না, আবার আপনার পকেটও হাঁফ ছাড়বে।
এ বিষয়ে ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা চাই ফুডি শুধু খাবার না পৌঁছাক, পৌঁছে যাক সচেতনতা আর সুবিধাও। এই ফিচার আমাদের সেই প্রচেষ্টার একটা অংশ।’
এটা শুধু ব্যবসা নয়, যেন এক দায়িত্বশীল যাত্রা। যেখানে প্রতিটি খাবার পাচ্ছে তার গন্তব্য, প্রত্যেক গ্রাহক পাচ্ছেন সাশ্রয়ের সুযোগ। আর শহর পাচ্ছে এক নতুন ধরনের স্মার্ট খাবার ব্যবস্থাপনা।
ফুড রেসকিউ এখন কার্যকর ফুডির সব ডেলিভারি জোনে। প্রযুক্তি ও মানবিকতা একসঙ্গে মিশে তৈরি হয়েছে এমন একটি উদ্ভাবনী উদ্যোগ, যা বাংলাদেশে নতুন।
এখন খাবার শুধু মুখে নয়, মনেও লাগবে। কারণ, এর পেছনে রয়েছে চিন্তা, সচেতনতা ও নতুন দৃষ্টিভঙ্গি। ফুডি দেখিয়ে দিচ্ছে, অ্যাপ শুধু অর্ডার নেয় না, বদলে দেয় ব্যবস্থাও।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে