নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইনস পুরস্কার পেয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। বৃহস্পতিবার (৩ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে ভয়েস এশিয়ান ডট নিউজ রেমিট্যান্স-যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বীকৃতি দেয়।
আজ শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করার মাধ্যমে ভ্রমণকারীদের দীর্ঘদিনের কষ্ট নিরসন এবং অনটাইম ডিপারচারসহ বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখায় ইউএস-বাংলাকে ‘সেরা এয়ারলাইনস’ পুরস্কার দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক নিউজ পোর্টাল ভয়েস এশিয়ান ডট নিউজ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিআইপি সোহেল রানা। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রধান অতিথির কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণের পর কামরুল ইসলাম বলেন, ‘২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইটের এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইনসকে যাত্রীসেবায় আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ করবে।’
অনুষ্ঠানে ভয়েস এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি নেতারা উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন’ এবং ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপটার ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিল।
মালদ্বীপে বাংলাদেশের সেরা এয়ারলাইনস পুরস্কার পেয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। বৃহস্পতিবার (৩ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে ভয়েস এশিয়ান ডট নিউজ রেমিট্যান্স-যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বীকৃতি দেয়।
আজ শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করার মাধ্যমে ভ্রমণকারীদের দীর্ঘদিনের কষ্ট নিরসন এবং অনটাইম ডিপারচারসহ বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখায় ইউএস-বাংলাকে ‘সেরা এয়ারলাইনস’ পুরস্কার দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক নিউজ পোর্টাল ভয়েস এশিয়ান ডট নিউজ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিআইপি সোহেল রানা। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রধান অতিথির কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণের পর কামরুল ইসলাম বলেন, ‘২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইটের এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইনসকে যাত্রীসেবায় আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ করবে।’
অনুষ্ঠানে ভয়েস এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি নেতারা উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন’ এবং ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপটার ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিল।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫