বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা হয়েছে। সম্প্রতি এই পরীক্ষা চালায় অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন।
সফল পরীক্ষা চালানোর বিষয়ে এইআরডির প্রকল্প প্রধান সুজু হেন বালডুইন চেন বলেন, ‘অনেক দিন কঠোর পরিশ্রম এবং তথ্য উপাত্ত সংগ্রহের পরে অবশেষে বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করতে সক্ষম হয়েছি। যা আমাদের দলের প্রতিটি সদস্যদের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি করেছে।’
এইআরডির সিএস প্রধান শাহজাইব মুয়াজ আবেদীন বলেন, ‘আমরা অনেক দূর এসেছি এখন আর আমরা থেমে থাকার পরিকল্পনা করছি না। এইআরডি হাইব্রিড রকেট ইঞ্জিনের এই পরীক্ষা সামনে অব্যাহত থাকবে এ ছাড়া যারা মহাকাশ অনুসন্ধান এবং রকেট্রি বিষয়ে আগ্রহী তাদের জন্য এইআরডিতে গবেষণা উন্মুক্ত রয়েছে।’
এইআরডির সদস্যদের মধ্যে রয়েছেন সুজু হেন বালডুইন চেন, শাহজাইব মুয়াজ আবেদীন, স্যাম কুই, ইয়ান মেসারভে, রাজিন আলি, মুশফিকুর শাদিন, এন এম সাইফ কবির, আনহা ইসলাম, ইয়োহান কুলিবালি, লিয়াম অলিভার নোভাক, ইওজিন কিম।
প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার সময় এইআরডি সদস্যদের অভিভাবকদের পাশাপাশি ব্র্যাক, এনএসইউ ও এআইইউবি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা হয়েছে। সম্প্রতি এই পরীক্ষা চালায় অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন।
সফল পরীক্ষা চালানোর বিষয়ে এইআরডির প্রকল্প প্রধান সুজু হেন বালডুইন চেন বলেন, ‘অনেক দিন কঠোর পরিশ্রম এবং তথ্য উপাত্ত সংগ্রহের পরে অবশেষে বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করতে সক্ষম হয়েছি। যা আমাদের দলের প্রতিটি সদস্যদের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি করেছে।’
এইআরডির সিএস প্রধান শাহজাইব মুয়াজ আবেদীন বলেন, ‘আমরা অনেক দূর এসেছি এখন আর আমরা থেমে থাকার পরিকল্পনা করছি না। এইআরডি হাইব্রিড রকেট ইঞ্জিনের এই পরীক্ষা সামনে অব্যাহত থাকবে এ ছাড়া যারা মহাকাশ অনুসন্ধান এবং রকেট্রি বিষয়ে আগ্রহী তাদের জন্য এইআরডিতে গবেষণা উন্মুক্ত রয়েছে।’
এইআরডির সদস্যদের মধ্যে রয়েছেন সুজু হেন বালডুইন চেন, শাহজাইব মুয়াজ আবেদীন, স্যাম কুই, ইয়ান মেসারভে, রাজিন আলি, মুশফিকুর শাদিন, এন এম সাইফ কবির, আনহা ইসলাম, ইয়োহান কুলিবালি, লিয়াম অলিভার নোভাক, ইওজিন কিম।
প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার সময় এইআরডি সদস্যদের অভিভাবকদের পাশাপাশি ব্র্যাক, এনএসইউ ও এআইইউবি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২০ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২০ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২০ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২০ দিন আগে