Ajker Patrika

সরকারি কোম্পানির শেয়ার বাজারে আনতে করণীয় নিয়ে বিআইসিএমের সেমিনার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২০: ২৮
সরকারি কোম্পানির শেয়ার বাজারে আনতে করণীয় নিয়ে বিআইসিএমের সেমিনার

সরকারি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে করণীয় নিয়ে সেমিনার করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ‘সরকারি মালিকানার কোম্পানিগুলোর তালিকাভুক্তি: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক এই সেমিনার আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন। বিআইসিএমের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম।

প্যানেল আলোচক ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম বলেন, ‘আমাদের দেশের কোম্পানিগুলো কস্ট ও কমপ্লায়েন্সের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় না। তারা চায়, কম আইন মেনে কীভাবে বেশি মুনাফা করা যায়। পুঁজিবাজার খুবই সেনসিটিভ জায়গা। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান দরকার, আমরা বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।’

ড. রুমানা ইসলাম আরও বলেন, ‘যেসব বিষয় অর্থনীতিকে প্রভাবিত করে, তা পুঁজিবাজারকেও প্রভাবিত করে। কোভিড-১৯ অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেমন বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোকে প্রভাবিত করেছে, তেমনি আমাদের অর্থনীতিকেও প্রভাবিত করেছে। এসব পরিস্থিতি উত্তরণে কিছুটা সময় লাগবে। তারপরও আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।’

আলোচনায় অংশ নিয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘বর্তমান কমিশন প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে। ফলে কোম্পানিগুলোর নন-কমপ্লায়েন্স অনেকাংশে কমেছে। কমিশন কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিচ্ছে না। তবে এ ক্ষেত্রে জনবলস্বল্পতার কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কিছুটা সময় লেগে যাচ্ছে।’

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেন, ‘সরকারি কোম্পানিগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে আমলাতান্ত্রিক জটিলতা হয়। এ কারণে পুঁজিবাজারে আসতে বেগ পেতে হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগী হলে কোম্পানিগুলোও পুঁজিবাজারে আসতে উৎসাহিত হবে।’

মো. ছায়েদুর রহমান আরও বলেন, ‘পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে কমপ্লায়েন্স করতে হবে বিধায় অনেক সরকারি কোম্পানি পুঁজিবাজারে আসতে চায় না। তবে সরকারি কোম্পানি পুঁজিবাজারে এলে তাদের কমপ্লায়েন্স বেড়ে যাবে; সেখানে সুশাসন নিশ্চিত হবে। সরকারি কোম্পানিকে পুঁজি সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক থেকে প্রণোদনা না দিয়ে বরং পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহিত করতে হবে।’

বিআইসিএমের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, ‘সাধারণ মানুষকে সঠিক বিনিয়োগের শিক্ষা দিতে বিআইসিএম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিআইসিএম বিনিয়োগকারীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক শিক্ষা দিয়ে থাকে। বৃহৎ অর্থায়নের জন্য পুঁজিবাজার অপরিহার্য। সরকারি বৃহৎ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে।’

অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত তিন দিনব্যাপী ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’ শীর্ষক পুঁজিবাজার মেলার দ্বিতীয় দিনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত