নিউ এনার্জি ভেহিকল (এনইভি) চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়াতে বাংলাদেশের চালকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। দেশের অটোমোবাইল খাতে এনইভি তুলনামূলক নতুন হওয়ায় চালকদের সরাসরি অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতার এ ঘাটতি পূরণে বিওয়াইডির এই প্রশিক্ষণ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
‘বিল্ড ইওর ড্রিমস এনইভি (নিউ এনার্জি ভেহিকল) ট্রেইনিং ২০২৪’ শীর্ষক প্রতিপাদ্যে ক্যাম্পেইনটি বাংলাদেশের চালকদের জন্য এনইভির প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানার এক অনন্য সুযোগ।
প্রশিক্ষণ কর্মসূচির জন্য চালক নিয়োগ প্রক্রিয়া আজ বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিওয়াইডি প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন স্থানে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচিতে চালকদের নিয়োগ করবেন। নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ জানুয়ারি। আগ্রহী ব্যক্তিরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিওয়াইডি সার্ভিস সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি আগামী ১০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। বিওয়াইডি সার্ভিস সেন্টারের বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা প্রশিক্ষণ সেশন পরিচালনা করবেন। তারা এনইভি (ইলেকট্রিক ও হাইব্রিড) গাড়ি চালানোর মৌলিক বিষয়গুলোর পাশাপাশি এবং দক্ষতার সঙ্গে এনইভি চালানোর কৌশলগুলো শেখাবেন। অংশগ্রহণকারীরা বিওয়াইডি সিলায়ন ৬ মডেলের ফিচারগুলো সম্পর্কে জানার পাশাপাশি এ বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে এনইভি নিয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক চালককে সনদ দেওয়া হবে। যা দেশে ও দেশের বাইরে, যেখানে এনইভি প্রচলিত রয়েছে সেখানে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
এ নিয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অব বিজনেস আমিদ সাকিফ খান বলেন, দেশে এনইভির গ্রহণযোগ্যতা বায়ু ও পরিবেশের মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আর এজন্য আমাদের একেবারে মূল জায়গা থেকেই শুরু করতে হবে। চালকদের এনইভি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তাঁরা এ গাড়িগুলো সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করতে পারবেন এবং রাস্তায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এছাড়াও, এ উদ্যোগটি এনইভি গাড়ির সঙ্গে তাদের পরিচিত করাবে এবং আরও বেশি মানুষ এ টেকসই বিকল্পটি গ্রহণে আগ্রহী হবেন। আমাদের প্রত্যাশা, এ উদ্যোগ এনইভি ব্যবহারে আরও বেশি মানুষকে উৎসাহিত করবে এবং শূন্য কার্বন নিঃসরণে বাংলাদেশের লক্ষ্য অর্জনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একইসঙ্গে, এ উদ্যোগ অংশগ্রহণকারী চালকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আমরা দেশের সমৃদ্ধ আগামী নিশ্চিতে বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী।
নিউ এনার্জি ভেহিকল (এনইভি) চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়াতে বাংলাদেশের চালকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। দেশের অটোমোবাইল খাতে এনইভি তুলনামূলক নতুন হওয়ায় চালকদের সরাসরি অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতার এ ঘাটতি পূরণে বিওয়াইডির এই প্রশিক্ষণ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
‘বিল্ড ইওর ড্রিমস এনইভি (নিউ এনার্জি ভেহিকল) ট্রেইনিং ২০২৪’ শীর্ষক প্রতিপাদ্যে ক্যাম্পেইনটি বাংলাদেশের চালকদের জন্য এনইভির প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানার এক অনন্য সুযোগ।
প্রশিক্ষণ কর্মসূচির জন্য চালক নিয়োগ প্রক্রিয়া আজ বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিওয়াইডি প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন স্থানে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচিতে চালকদের নিয়োগ করবেন। নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ জানুয়ারি। আগ্রহী ব্যক্তিরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিওয়াইডি সার্ভিস সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি আগামী ১০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। বিওয়াইডি সার্ভিস সেন্টারের বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা প্রশিক্ষণ সেশন পরিচালনা করবেন। তারা এনইভি (ইলেকট্রিক ও হাইব্রিড) গাড়ি চালানোর মৌলিক বিষয়গুলোর পাশাপাশি এবং দক্ষতার সঙ্গে এনইভি চালানোর কৌশলগুলো শেখাবেন। অংশগ্রহণকারীরা বিওয়াইডি সিলায়ন ৬ মডেলের ফিচারগুলো সম্পর্কে জানার পাশাপাশি এ বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে এনইভি নিয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক চালককে সনদ দেওয়া হবে। যা দেশে ও দেশের বাইরে, যেখানে এনইভি প্রচলিত রয়েছে সেখানে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
এ নিয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অব বিজনেস আমিদ সাকিফ খান বলেন, দেশে এনইভির গ্রহণযোগ্যতা বায়ু ও পরিবেশের মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আর এজন্য আমাদের একেবারে মূল জায়গা থেকেই শুরু করতে হবে। চালকদের এনইভি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তাঁরা এ গাড়িগুলো সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করতে পারবেন এবং রাস্তায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এছাড়াও, এ উদ্যোগটি এনইভি গাড়ির সঙ্গে তাদের পরিচিত করাবে এবং আরও বেশি মানুষ এ টেকসই বিকল্পটি গ্রহণে আগ্রহী হবেন। আমাদের প্রত্যাশা, এ উদ্যোগ এনইভি ব্যবহারে আরও বেশি মানুষকে উৎসাহিত করবে এবং শূন্য কার্বন নিঃসরণে বাংলাদেশের লক্ষ্য অর্জনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একইসঙ্গে, এ উদ্যোগ অংশগ্রহণকারী চালকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আমরা দেশের সমৃদ্ধ আগামী নিশ্চিতে বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫