নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার সংক্রমণ কমার পর সরকারি-বেসরকারি সব অফিস যখন স্বাভাবিক নিয়মে চলছে, তখন হোম অফিসে যাচ্ছে একের পর এক ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতারণার শিকার গ্রাহকদের বিক্ষোভের মুখে গত ১২ আগস্ট বন্ধ হয়ে যায় ই-অরেঞ্জের অফিস। আর ১৬ সেপ্টেম্বর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর হোম অফিসের ঘোষণা দেয় ইভ্যালি।
এর পরপরই আরও কিছু প্রতিষ্ঠান তাদের মূল অফিস বন্ধ করে দিয়েছে। এর মধ্যে কিউকম ডট কম গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ দিয়ে তাদের অফিস বন্ধের কথা জানায়। তবে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কিছু না জানিয়েই অফিস বন্ধ করে দিয়েছে।
কিউকম বন্ধের নোটিশে বলা হয়, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কিউকমের সকল ফিজিক্যাল সাপোর্ট বন্ধ থাকবে এবং সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ হোম অফিসের মাধ্যমে সেবা প্রদান করবেন। তাই সকল সম্মানিত গ্রাহকদের কিউকমের অফিসে না আসার অনুরোধ করা হচ্ছে।’
অফিস বন্ধের কারণ জানতে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির নীরবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকেই দালাল প্লাসের অফিস বন্ধ পাওয়া যায়। তাঁদের কোনো কর্মকর্তার সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের অফিস এভাবে বন্ধ হওয়ায় হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা। বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভও করছেন তাঁরা। এমন পরিস্থিতিতে ই-কমার্সের সাম্প্রতিক সমস্যার বিষয়গুলো পর্যালোচনা করতে সভায় বসতে যাচ্ছেন সরকারের চারজন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এই সভা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এই বৈঠকে অংশ নেবেন।
অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা আইনবিরোধী কোনো কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম। গতকাল মঙ্গলবার ই-কমার্স-বিষয়ক এক সভায় তিনি বলেন, ‘আমাদের আইনে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি আইনবিরোধী কার্যক্রম চালায় তাহলে তাদের এক কোটি টাকা জরিমানা করা হবে।’
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘ভোক্তা অধিকার আইনে আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করতে পারি। কোনো প্রতিষ্ঠান আইন ভঙ্গ করলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার এখতিয়ার আমাদের আছে। সুতরাং আমরা সবাইকে বলব, আপনারা আইনবিরোধী কিছু করবেন না।’
করোনার সংক্রমণ কমার পর সরকারি-বেসরকারি সব অফিস যখন স্বাভাবিক নিয়মে চলছে, তখন হোম অফিসে যাচ্ছে একের পর এক ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতারণার শিকার গ্রাহকদের বিক্ষোভের মুখে গত ১২ আগস্ট বন্ধ হয়ে যায় ই-অরেঞ্জের অফিস। আর ১৬ সেপ্টেম্বর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর হোম অফিসের ঘোষণা দেয় ইভ্যালি।
এর পরপরই আরও কিছু প্রতিষ্ঠান তাদের মূল অফিস বন্ধ করে দিয়েছে। এর মধ্যে কিউকম ডট কম গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ দিয়ে তাদের অফিস বন্ধের কথা জানায়। তবে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কিছু না জানিয়েই অফিস বন্ধ করে দিয়েছে।
কিউকম বন্ধের নোটিশে বলা হয়, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কিউকমের সকল ফিজিক্যাল সাপোর্ট বন্ধ থাকবে এবং সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ হোম অফিসের মাধ্যমে সেবা প্রদান করবেন। তাই সকল সম্মানিত গ্রাহকদের কিউকমের অফিসে না আসার অনুরোধ করা হচ্ছে।’
অফিস বন্ধের কারণ জানতে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির নীরবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকেই দালাল প্লাসের অফিস বন্ধ পাওয়া যায়। তাঁদের কোনো কর্মকর্তার সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের অফিস এভাবে বন্ধ হওয়ায় হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা। বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভও করছেন তাঁরা। এমন পরিস্থিতিতে ই-কমার্সের সাম্প্রতিক সমস্যার বিষয়গুলো পর্যালোচনা করতে সভায় বসতে যাচ্ছেন সরকারের চারজন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এই সভা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এই বৈঠকে অংশ নেবেন।
অন্যদিকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা আইনবিরোধী কোনো কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম। গতকাল মঙ্গলবার ই-কমার্স-বিষয়ক এক সভায় তিনি বলেন, ‘আমাদের আইনে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান আছে। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি আইনবিরোধী কার্যক্রম চালায় তাহলে তাদের এক কোটি টাকা জরিমানা করা হবে।’
সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘ভোক্তা অধিকার আইনে আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করতে পারি। কোনো প্রতিষ্ঠান আইন ভঙ্গ করলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার এখতিয়ার আমাদের আছে। সুতরাং আমরা সবাইকে বলব, আপনারা আইনবিরোধী কিছু করবেন না।’
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫