Ajker Patrika

ফ্লাইটের ২০ মিনিট আগে চেক-ইন শেষের অনুরোধ ইউএস-বাংলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫৯
ফ্লাইটের ২০ মিনিট আগে চেক-ইন শেষের অনুরোধ ইউএস-বাংলার

অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য ফ্লাইটের নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে চেক-ইন সম্পন্ন করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা। 

আজ বৃহস্পতিবার বেসরকারি বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইনস অন-টাইম ফ্লাইট সূচির ধারাবাহিকতা বজায় রাখতে অভ্যন্তরীণ গন্তব্যের প্রতিটি ফ্লাইটের নির্দিষ্ট সময়সূচির ২০ মিনিট আগেই যাত্রীসাধারণের চেক-ইন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

কারণ হিসেবে বলা হয়েছে, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোকে নির্দিষ্ট সময়সূচির ২০ মিনিট আগেই যাত্রীদের বোর্ডিং পাসসহ চেক-ইন সমাপ্ত করে অন-টাইমে পরিচালনার জন্য সহযোগিতার অনুরোধ করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। 

ইউএস-বাংলা যাত্রা শুরুর পর থেকে গত প্রায় আট বছর যাবৎ ৯৮.৭% অন-টাইম নিয়ে ফ্লাইট পরিচালনা করছে। অভ্যন্তরীণ সেক্টরে অন-টাইম ফ্লাইট পরিচালনার জন্য ২০২০ সালে অ্যাভিয়েশন পাক্ষিক দি বাংলাদেশ মনিটর কর্তৃক ইউএস-বাংলা সেরা অন-টাইম এয়ারলাইনসের পুরস্কার লাভ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত