বিজ্ঞপ্তি
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৯ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৯ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৯ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৯ দিন আগে