দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ইউটিলিটি বিল দেওয়ার পাশাপাশি এবার গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসেব দেখাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকন। এই আইকনে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার বিবরণী দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ফলে বিল দেওয়ার পাশাপাশি বিলের হিসেব এবং ইউটিলিটি সেবা ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। পাশাপাশি সহজ হবে তার আর্থিক ব্যবস্থাপনাও।
‘পে-বিল বিবরণী’ আইকন থেকে গ্রাহক তাঁর দেওয়া মোট বিলের হিসেব, কোন সেবায় কত শতাংশ খরচ এবং নির্দিষ্ট সেবায় মাসওয়ারী খরচের বিস্তারিত দেখতে পারবেন। গ্রাফ এবং সংখ্যার মাধ্যমে খরচের হিসেব সহজ করে তুলে ধরায় আগের পরিশোধকৃত বিলের সঙ্গে তুলনা এবং গড় খরচের চিত্রও পাওয়া যাবে এই আইকনে। ফলে বিল পরিশোধে কেমন খরচ হচ্ছে সেটা যেমন সহজেই জানা যাবে, তেমনি মাসের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে ইউটিলিটি বিলের জন্য গ্রাহককে কত বাজেট রাখতে হবে তারও হিসেব করা যাবে অনায়াসে।
উল্লেখ্য, ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকনে গ্রাহক বর্তমান মাস থেকে শুরু করে বিগত ২৪ মাস পর্যন্ত যেকোনো সময়কালের খরচের বিবরণ জানতে পারবেন। একাধিক ফিল্টার ব্যবহার করে বর্তমান মাস, গত মাস, গত ৩ মাস, গত ৬ মাস, গত ১২ মাস ও গত ২৪ মাস সময়কালের খরচের বিবরণ জানতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহকরা বিল পরিশোধ করতে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে প্রতিষ্ঠান/বিলার বাছাই করে অ্যাকাউন্ট/মিটার নাম্বার, কন্টাক্ট নাম্বার, বিল সময়সীমা, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই পরিশোধ হয়ে যাবে বিল। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।
দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।
দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক ইউটিলিটি বিল দেওয়ার পাশাপাশি এবার গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসেব দেখাতে বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকন। এই আইকনে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার বিবরণী দেখতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। ফলে বিল দেওয়ার পাশাপাশি বিলের হিসেব এবং ইউটিলিটি সেবা ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক। পাশাপাশি সহজ হবে তার আর্থিক ব্যবস্থাপনাও।
‘পে-বিল বিবরণী’ আইকন থেকে গ্রাহক তাঁর দেওয়া মোট বিলের হিসেব, কোন সেবায় কত শতাংশ খরচ এবং নির্দিষ্ট সেবায় মাসওয়ারী খরচের বিস্তারিত দেখতে পারবেন। গ্রাফ এবং সংখ্যার মাধ্যমে খরচের হিসেব সহজ করে তুলে ধরায় আগের পরিশোধকৃত বিলের সঙ্গে তুলনা এবং গড় খরচের চিত্রও পাওয়া যাবে এই আইকনে। ফলে বিল পরিশোধে কেমন খরচ হচ্ছে সেটা যেমন সহজেই জানা যাবে, তেমনি মাসের অন্যান্য খরচের সঙ্গে মিলিয়ে ইউটিলিটি বিলের জন্য গ্রাহককে কত বাজেট রাখতে হবে তারও হিসেব করা যাবে অনায়াসে।
উল্লেখ্য, ‘মাই ইউসেজ’ বা ‘পে বিল বিবরণী’ আইকনে গ্রাহক বর্তমান মাস থেকে শুরু করে বিগত ২৪ মাস পর্যন্ত যেকোনো সময়কালের খরচের বিবরণ জানতে পারবেন। একাধিক ফিল্টার ব্যবহার করে বর্তমান মাস, গত মাস, গত ৩ মাস, গত ৬ মাস, গত ১২ মাস ও গত ২৪ মাস সময়কালের খরচের বিবরণ জানতে পারছেন গ্রাহক।
এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদি প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহকরা বিল পরিশোধ করতে ‘পে বিল’ আইকনে ট্যাপ করে প্রতিষ্ঠান/বিলার বাছাই করে অ্যাকাউন্ট/মিটার নাম্বার, কন্টাক্ট নাম্বার, বিল সময়সীমা, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ পিন দিলেই পরিশোধ হয়ে যাবে বিল। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।
দৈনন্দিন আর্থিক লেনদেনসহ প্রতিদিনের নানান প্রয়োজন পূরণ করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫