Ajker Patrika

সনির পণ্য পাওয়া যাবে ট্রান্সকম ডিজিটালের সব আউটলেটে 

সনির পণ্য পাওয়া যাবে ট্রান্সকম ডিজিটালের সব আউটলেটে 

বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড ‘সনি’র পণ্য এখন থেকে বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র‍্যাংগস ইলেকট্রনিকসের শো রুমের পাশাপাশি এখন দেশের সব ট্রান্সকম ডিজিটাল আউটলেটে পাওয়া যাবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর উপলক্ষে ট্রান্সকম ডিজিটালের গুলশান-১ আউটলেটে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম এবং ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের হেড অব বিজনেস জনাব রিতেশ রঞ্জনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম বলেন, ‘মানে আপসহীন ও ক্রেতার চাহিদার শীর্ষে থাকা সনির পণ্য ক্রেতাদের জন্য আরও সহজলভ্য করতে র‍্যাংগস ইলেকট্রনিকসের পাশাপাশি এখন ট্রান্সকম ডিজিটালের শো রুমেও পাওয়া যাবে।’

এর ফলে ট্রান্সকম ডিজিটালের শো রুমে আনুষ্ঠানিকভাবে অফিশিয়াল সনি ব্রাভিয়া এলইডি টিভির বিক্রি শুরু হলো। এখন থেকে ট্রান্সকমের শো রুমগুলোতে ৪৩ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত সাইজের টিভি পাওয়া যাবে। সনি ব্রাভিয়া এলইডি টিভিতে থাকছে Ges-এর দৃষ্টিনন্দন পিকচার প্রসেসিং টেকনোলজি 4K Processor X1 ™,4K X-Reality™ PRO, TRILUMINOS Display Ges Narrow Bezel যা টিভি দেখার আনন্দকে দেবে অনন্য এক মাত্রা।

এ ছাড়া সনির অ্যান্ড্রয়েড ও গুগল টিভিতে অন্যান্য সুবিধার সঙ্গে আরও থাকছে পার্সোনালাইজড কনটেন্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল প্লে স্টোর, যার মাধ্যমে ইউটিউব, নেটফ্লিক্স, আমাজন ভিডিওর মতো কয়েক হাজার অ্যাপস ডাউনলোড ও ব্যবহার করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত