Ajker Patrika

জিপিএইচ ইস্পাতের উদ্যোগে খুলনায় ‘মিট দ্য ডেভেলপমেন্ট মাস্টারমাইন্ডস’ অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৩৩
জিপিএইচ ইস্পাতের উদ্যোগে খুলনায় ‘মিট দ্য ডেভেলপমেন্ট মাস্টারমাইন্ডস’ অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য ডেভেলপমেন্ট মাস্টারমাইন্ডস’ শীর্ষক এক মতবিনিময় সভা। উক্ত সভায় খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে কথা বলেন বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া। দৃঢ় ও মজবুত কাঠামো নির্মাণে মানসম্পন্ন স্টিল ও কংক্রিট ব্যবহারের গুরুত্ব ও টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের যে বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া আবশ্যক, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রোকোনুজ্জামান, উপদেষ্টা (টেকনিক্যাল) প্রকৌশলী মোশাররফ হোসেন, হেড অব ট্রেড সেলস মোহাম্মদ মামুন কবির প্রমুখ।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) প্রকৌশলী মাদানি এম ইমতিয়াজ হোসেন অনুষ্ঠানে আগত প্রকৌশলীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত