নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অবশেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের প্রশাসককে মো. কুদ্দুস খানকে প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে হাফিজ আহমেদ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিক নিয়োগ পেয়েছেন। আগামীকাল মঙ্গলবার নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণের কথা। আজ সোমবার আইডিআরএ-এর নির্বাহী পরিচালক শাকিল আখতার স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, নতুন পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেল্টা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে থাকা সুরাইয়া রহমান ও জেয়াদ রহমান। এদের পাশাপাশি সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম এবং সাকিব আজাদ কোম্পানিটির নতুন পর্ষদে স্থান পেয়েছেন।
নতুন পর্ষদকে দেওয়া শর্তগুলো হলো—প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ কর্তৃক সব কার্যক্রম সম্পাদন করা, পূর্বের নিরীক্ষিত বিষয়াবলি শুনানি সাপেক্ষে নিষ্পত্তি করা, এক বছরের ব্যবসায়িক কৌশলপত্র প্রণয়ন, বিমা আইন অনুসরণ করে একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা এবং পূর্বের অনিয়ম চিহ্নিত করে পুনরাবৃত্তি এড়াতে ব্যবস্থা গ্রহণ, পূর্বের আরোপিত জরিমানা বিবেচনায় নেওয়া, পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ ডিসেম্বর মধ্যে আয়োজন করা।
জানা গেছে, অনিয়মের অভিযোগ এনে ২০২১ সারের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ বহিষ্কার করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সেই সঙ্গে আইডিআরএ-এর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। সর্বশেষ প্রশাসক হিসেবে দায়িত্বে পালন করেন আইডিআরএ-এর সাবেক সদস্য কুদ্দুস খান। আর প্রশাসক নিয়োগের আগেই আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০২০ সালের ৮ ডিসেম্বর ডেল্টা লাইফের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ৫০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ করা হয়। একই অভিযোগে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের সাবেক সিইও আদিবা রহমান। সংবাদ সম্মেলনের পর মোশাররফ হোসেনকে সরিয়ে গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। যদিও মোশাররফ হোসেনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অবশেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের প্রশাসককে মো. কুদ্দুস খানকে প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে হাফিজ আহমেদ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিক নিয়োগ পেয়েছেন। আগামীকাল মঙ্গলবার নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণের কথা। আজ সোমবার আইডিআরএ-এর নির্বাহী পরিচালক শাকিল আখতার স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, নতুন পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেল্টা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে থাকা সুরাইয়া রহমান ও জেয়াদ রহমান। এদের পাশাপাশি সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম এবং সাকিব আজাদ কোম্পানিটির নতুন পর্ষদে স্থান পেয়েছেন।
নতুন পর্ষদকে দেওয়া শর্তগুলো হলো—প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ কর্তৃক সব কার্যক্রম সম্পাদন করা, পূর্বের নিরীক্ষিত বিষয়াবলি শুনানি সাপেক্ষে নিষ্পত্তি করা, এক বছরের ব্যবসায়িক কৌশলপত্র প্রণয়ন, বিমা আইন অনুসরণ করে একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা এবং পূর্বের অনিয়ম চিহ্নিত করে পুনরাবৃত্তি এড়াতে ব্যবস্থা গ্রহণ, পূর্বের আরোপিত জরিমানা বিবেচনায় নেওয়া, পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ ডিসেম্বর মধ্যে আয়োজন করা।
জানা গেছে, অনিয়মের অভিযোগ এনে ২০২১ সারের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ বহিষ্কার করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সেই সঙ্গে আইডিআরএ-এর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। সর্বশেষ প্রশাসক হিসেবে দায়িত্বে পালন করেন আইডিআরএ-এর সাবেক সদস্য কুদ্দুস খান। আর প্রশাসক নিয়োগের আগেই আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০২০ সালের ৮ ডিসেম্বর ডেল্টা লাইফের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ৫০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ করা হয়। একই অভিযোগে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের সাবেক সিইও আদিবা রহমান। সংবাদ সম্মেলনের পর মোশাররফ হোসেনকে সরিয়ে গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। যদিও মোশাররফ হোসেনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২২ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২২ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২২ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২২ দিন আগে