নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়ি নির্মাণে বিনা সুদে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। এ জন্য ইসলামি শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ
কার্যক্রম শুরু করেছে বিএইচবিএফসি।
গত বৃহস্পতিবার বিএইচবিএফসির প্রধান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরিয়াহসম্মত সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থার জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ‘মনজিল’ নামক গৃহনির্মাণে বিনিয়োগসংক্রান্ত এ নতুন ঋণ চালু করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে প্রকল্পটি চালু করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রোপলিটন এলাকার বাইরে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা বাড়ি নির্মাণের জন্য এ ঋণ নিতে পারবেন।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম জানান, গৃহনির্মাণে অন্যান্য ঋণের ক্ষেত্রে যেসব কাগজপত্রের প্রয়োজন হয়, এ ক্ষেত্রেও সেসব কাগজপত্র লাগবে। আর এ ক্ষেত্রে সংস্থা এবং ঋণগ্রহীতার বিনিয়োগের হার হবে ৮০: ২০। অর্থাৎ ১০০ টাকার মধ্যে ৮০ টাকা ঋণ হিসেবে পাবেন ঋণগ্রহীতা, আর তাঁর থাকতে হবে ২০ টাকা।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সামাদ।
এ ছাড়া সংস্থাটির রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্সের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। উপজেলা সদর, উপজেলা সদরের আশপাশের এলাকাকে (পেরি আরবান) বলা হয়।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, বিএইচবিএফসির এই উদ্যোগ অত্যন্ত ‘সময়োপযোগী’। তিনি বলেন, ইসলামি শরিয়াহর আলোকে সুদের পরিবর্তে মুনাফাভিত্তিক এ বিনিয়োগব্যবস্থার বহুল প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি মনজিলসহ বিএইচবিএফসির সেবার মান ও প্রযুক্তিনির্ভরতা বাড়ানোর তাগিদ দেন।
বাড়ি নির্মাণে বিনা সুদে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। এ জন্য ইসলামি শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ
কার্যক্রম শুরু করেছে বিএইচবিএফসি।
গত বৃহস্পতিবার বিএইচবিএফসির প্রধান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরিয়াহসম্মত সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থার জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ‘মনজিল’ নামক গৃহনির্মাণে বিনিয়োগসংক্রান্ত এ নতুন ঋণ চালু করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে প্রকল্পটি চালু করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রোপলিটন এলাকার বাইরে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা বাড়ি নির্মাণের জন্য এ ঋণ নিতে পারবেন।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম জানান, গৃহনির্মাণে অন্যান্য ঋণের ক্ষেত্রে যেসব কাগজপত্রের প্রয়োজন হয়, এ ক্ষেত্রেও সেসব কাগজপত্র লাগবে। আর এ ক্ষেত্রে সংস্থা এবং ঋণগ্রহীতার বিনিয়োগের হার হবে ৮০: ২০। অর্থাৎ ১০০ টাকার মধ্যে ৮০ টাকা ঋণ হিসেবে পাবেন ঋণগ্রহীতা, আর তাঁর থাকতে হবে ২০ টাকা।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সামাদ।
এ ছাড়া সংস্থাটির রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্সের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। উপজেলা সদর, উপজেলা সদরের আশপাশের এলাকাকে (পেরি আরবান) বলা হয়।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, বিএইচবিএফসির এই উদ্যোগ অত্যন্ত ‘সময়োপযোগী’। তিনি বলেন, ইসলামি শরিয়াহর আলোকে সুদের পরিবর্তে মুনাফাভিত্তিক এ বিনিয়োগব্যবস্থার বহুল প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি মনজিলসহ বিএইচবিএফসির সেবার মান ও প্রযুক্তিনির্ভরতা বাড়ানোর তাগিদ দেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫