Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়

প্রযুক্তি প্রতিবেদক
আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৯: ১৮
বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক লেনদেন বন্ধ রয়েছে। অনলাইন ট্রান্সফার (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার), চেক লেনদেন এবং সঞ্চয়পত্র বিক্রি বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যাংকে গিয়ে সেবা না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো সার্ভারের মধ্যে কিছু পুরাতন সার্ভার আছে। পুরাতন সার্ভারের লোড ধারণ ক্ষমতার অতিরিক্ত হলে এর সঙ্গে নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার সংযোজন করতে হয়, সেই কাজই চলছে। খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যার কারণে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে আন্তঃব্যাংক লেনদেন সেবা বন্ধ রয়েছে। এক ব্যাংকের চেক দিয়ে অন্য ব্যাংকে কাজ চালাতেও সমস্যা পোহাতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত