ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথভাবে আয়োজিত ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা অ্যাক্সেলেরেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১ ’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯ জন নারী উদ্যোক্তা অংশ নেন।
ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ নারী উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে ‘উদ্যোক্তা ১০১’ নামে একটি বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করে। ব্যবসায়িক উদ্যোগ চালু করতে নারীদের ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান এই প্রোগ্রাম সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের একটি অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে।
এই প্রোগ্রামটি সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবস্থাপনা ও উদ্যোক্তা দক্ষতা শাণিত করার লক্ষ্যে চালু করা হয়েছে, যা তাদের ব্যবসায়িক উদ্যোগে সফলতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
সমাপনী অনুষ্ঠান গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের মাঝে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দক্ষতা তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী একটি সার্টিফিকেশন কোর্স সমাপ্ত হলো।
ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রোগ্রামে ১২টি মডিউলসহ একটি বিস্তারিত কারিকুলাম ছিল-যার মধ্যে বিজনেস ডেভেলপমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, টিম বিল্ডিং, মানসিক স্বাস্থ্য এবং ব্যবসা কারখানা পরিদর্শনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, যা অংশগ্রহণকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক অভিজ্ঞতা নিশ্চিত করেছে। এ ছাড়া অংশগ্রহণকারীরা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করে বাজার সৃষ্টির উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে শীর্ষ তিনজন অংশগ্রহণকারী, প্রোগ্রামের মাধ্যমে অর্জিত দক্ষতার আলোকে তাদের ব্যবসায়িক কেস উপস্থাপন করেন।
নারী উদ্যোক্তাদের দুজন ব্যবসায় বিশেষজ্ঞের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যারা পরবর্তী তিন মাসের মেন্টরশিপ পর্বে তাদের মেন্টর হিসেবে কাজ করবেন। এই দিকনির্দেশনা ও অর্জিত দক্ষতা উদ্যোক্তাদের উদ্যোগকে আরও উন্নত ও সম্প্রসারিত করতে সহায়ক হবে, যা তাঁদের ভবিষ্যৎ সফলতার জন্য আত্মবিশ্বাসী করে তুলবে।
ব্র্যাক ব্যাংক থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব স্ট্র্যাটেজি, ইনোভেশন এবং নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, নারী উদ্যোক্তা সেল প্রধান খাদিজা মারিয়ম এবং ব্র্যাক বিজনেস স্কুল থেকে অ্যাসোসিয়েট ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একরামুল ইসলাম।
‘উদ্যোক্তা ১০১’ প্রোগ্রামটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির অংশ।
ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথভাবে আয়োজিত ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা অ্যাক্সেলেরেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১ ’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯ জন নারী উদ্যোক্তা অংশ নেন।
ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ নারী উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে ‘উদ্যোক্তা ১০১’ নামে একটি বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করে। ব্যবসায়িক উদ্যোগ চালু করতে নারীদের ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান এই প্রোগ্রাম সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের একটি অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে।
এই প্রোগ্রামটি সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবস্থাপনা ও উদ্যোক্তা দক্ষতা শাণিত করার লক্ষ্যে চালু করা হয়েছে, যা তাদের ব্যবসায়িক উদ্যোগে সফলতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
সমাপনী অনুষ্ঠান গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের মাঝে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দক্ষতা তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী একটি সার্টিফিকেশন কোর্স সমাপ্ত হলো।
ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রোগ্রামে ১২টি মডিউলসহ একটি বিস্তারিত কারিকুলাম ছিল-যার মধ্যে বিজনেস ডেভেলপমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, টিম বিল্ডিং, মানসিক স্বাস্থ্য এবং ব্যবসা কারখানা পরিদর্শনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, যা অংশগ্রহণকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক অভিজ্ঞতা নিশ্চিত করেছে। এ ছাড়া অংশগ্রহণকারীরা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করে বাজার সৃষ্টির উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে শীর্ষ তিনজন অংশগ্রহণকারী, প্রোগ্রামের মাধ্যমে অর্জিত দক্ষতার আলোকে তাদের ব্যবসায়িক কেস উপস্থাপন করেন।
নারী উদ্যোক্তাদের দুজন ব্যবসায় বিশেষজ্ঞের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যারা পরবর্তী তিন মাসের মেন্টরশিপ পর্বে তাদের মেন্টর হিসেবে কাজ করবেন। এই দিকনির্দেশনা ও অর্জিত দক্ষতা উদ্যোক্তাদের উদ্যোগকে আরও উন্নত ও সম্প্রসারিত করতে সহায়ক হবে, যা তাঁদের ভবিষ্যৎ সফলতার জন্য আত্মবিশ্বাসী করে তুলবে।
ব্র্যাক ব্যাংক থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব স্ট্র্যাটেজি, ইনোভেশন এবং নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, নারী উদ্যোক্তা সেল প্রধান খাদিজা মারিয়ম এবং ব্র্যাক বিজনেস স্কুল থেকে অ্যাসোসিয়েট ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একরামুল ইসলাম।
‘উদ্যোক্তা ১০১’ প্রোগ্রামটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির অংশ।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫