সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. নাজমুস সায়াদাত। তিনি এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে তাঁর রয়েছে ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা।
প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে নাজমুস সায়াদাত ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সেখানে লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাজমুস সায়াদাত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।
২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের বিভিন্ন অনিয়ম তাঁর দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে নাজমুস সায়াদাত এই ব্যাংক থেকে পদত্যাগ করেন। গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলমমুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগদান করেন। গত অক্টোবরে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেন।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. নাজমুস সায়াদাত। তিনি এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে তাঁর রয়েছে ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা।
প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে নাজমুস সায়াদাত ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সেখানে লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাজমুস সায়াদাত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।
২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের বিভিন্ন অনিয়ম তাঁর দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে নাজমুস সায়াদাত এই ব্যাংক থেকে পদত্যাগ করেন। গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলমমুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগদান করেন। গত অক্টোবরে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেন।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে