আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) এজেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এআইবিএল টাওয়ার সভাকক্ষে আয়োজিত কনফারেন্সে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম ও মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, জোনাল হেড এবং ৬৪৩টি আউটলেটের এজেন্ট অপারেশন ম্যানেজার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরমান আর চৌধুরী বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিক সেবাপ্রত্যাশী জনসাধারণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে আমরা ২০১৫ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করি। এ বছরের আগস্ট পর্যন্ত এজেন্ট আউটলেটে মোট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৮৭২, ডিপোজিটের পরিমাণ ৩ হাজার ৪০৭ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২০ কোটি টাকা।’ দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে এজেন্ট ব্যাংকিং সেবা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) এজেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এআইবিএল টাওয়ার সভাকক্ষে আয়োজিত কনফারেন্সে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম ও মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, জোনাল হেড এবং ৬৪৩টি আউটলেটের এজেন্ট অপারেশন ম্যানেজার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরমান আর চৌধুরী বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিক সেবাপ্রত্যাশী জনসাধারণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে আমরা ২০১৫ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করি। এ বছরের আগস্ট পর্যন্ত এজেন্ট আউটলেটে মোট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৮৭২, ডিপোজিটের পরিমাণ ৩ হাজার ৪০৭ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২০ কোটি টাকা।’ দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে এজেন্ট ব্যাংকিং সেবা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫