নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খোঁজ মিলেছে ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্ট থেকে ‘উধাও’ হয়ে যাওয়া ১৯ কোটি টাকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের উপস্থিতিতেই সেই টাকা সমন্বয় করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আজ সকালে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান ইকবাল সাংবাদিকদের জানান, ব্যাংক লেনদেন সময় পার হওয়ার পর একজন ভিআইপি গ্রাহককে ওই টাকা দেওয়া হয়েছিল। বিষয়টি ব্যাংকিং নিয়মের কিছুটা লঙ্ঘন হলেও একটি চলমান ইস্যু। সব ব্যাংকেই গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এমন লেনদেন হয়।
তবে কে সেই ভিআইপি গ্রাহক ও এই লেনদেনের বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন হাসান ইকবাল।
গতকাল বুধবার এ ঘটনায় ইউনিয়ন ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে বলা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের ব্যাখ্যা জানাতে চিঠি দিয়েছি। যেহেতু ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং নেই তাই নির্দিষ্ট সময়ের পরে আর লেনদেন সম্ভব ছিল না। তাঁদের জবাব পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় পরিদর্শনে গিয়ে ব্যাংকটির ভল্টের হিসাবে ১৯ কোটি টাকার গরমিল পান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। কাগজপত্রে ওই শাখার ভল্টে ৩১ কোটি টাকা থাকার কথা থাকলেও পাওয়া যায় ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকার ঘাটতি সম্পর্কে ওই শাখার কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে পরিদর্শক দলকে কোনো সদুত্তর দিতে পারেননি তাঁরা।
ব্যাংকিং নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের ভল্টে টাকার গরমিল থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হয়। কিন্তু খবরটি গণমাধ্যমে প্রকাশ হওয়া পর্যন্ত ইউনিয়ন ব্যাংক কাছের থানায় কোনো অভিযোগ করেনি।
খোঁজ মিলেছে ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্ট থেকে ‘উধাও’ হয়ে যাওয়া ১৯ কোটি টাকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের উপস্থিতিতেই সেই টাকা সমন্বয় করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আজ সকালে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান ইকবাল সাংবাদিকদের জানান, ব্যাংক লেনদেন সময় পার হওয়ার পর একজন ভিআইপি গ্রাহককে ওই টাকা দেওয়া হয়েছিল। বিষয়টি ব্যাংকিং নিয়মের কিছুটা লঙ্ঘন হলেও একটি চলমান ইস্যু। সব ব্যাংকেই গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এমন লেনদেন হয়।
তবে কে সেই ভিআইপি গ্রাহক ও এই লেনদেনের বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন হাসান ইকবাল।
গতকাল বুধবার এ ঘটনায় ইউনিয়ন ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে বলা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের ব্যাখ্যা জানাতে চিঠি দিয়েছি। যেহেতু ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং নেই তাই নির্দিষ্ট সময়ের পরে আর লেনদেন সম্ভব ছিল না। তাঁদের জবাব পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় পরিদর্শনে গিয়ে ব্যাংকটির ভল্টের হিসাবে ১৯ কোটি টাকার গরমিল পান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। কাগজপত্রে ওই শাখার ভল্টে ৩১ কোটি টাকা থাকার কথা থাকলেও পাওয়া যায় ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকার ঘাটতি সম্পর্কে ওই শাখার কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে পরিদর্শক দলকে কোনো সদুত্তর দিতে পারেননি তাঁরা।
ব্যাংকিং নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের ভল্টে টাকার গরমিল থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হয়। কিন্তু খবরটি গণমাধ্যমে প্রকাশ হওয়া পর্যন্ত ইউনিয়ন ব্যাংক কাছের থানায় কোনো অভিযোগ করেনি।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫