নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের তফসিলি ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে উক্ত আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদানপূর্বক তফসিলি ব্যাংকসমূহের ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময়সীমা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলো।
এর আগে একই কারণে ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার জন্যও ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয় ।
উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই নিরীক্ষা করতে হবে। এ আর্থিক প্রতিবেদন জমা দিতে হয় বাংলাদেশ ব্যাংকের কাছে। বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে অতিরিক্ত সর্বোচ্চ দুই মাস সময় পাওয়া যায়।
ঢাকা: দেশের তফসিলি ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে উক্ত আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদানপূর্বক তফসিলি ব্যাংকসমূহের ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময়সীমা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলো।
এর আগে একই কারণে ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার জন্যও ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয় ।
উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই নিরীক্ষা করতে হবে। এ আর্থিক প্রতিবেদন জমা দিতে হয় বাংলাদেশ ব্যাংকের কাছে। বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে অতিরিক্ত সর্বোচ্চ দুই মাস সময় পাওয়া যায়।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১২ আগস্ট ২০২৫পাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১২ আগস্ট ২০২৫বিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১২ আগস্ট ২০২৫আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১২ আগস্ট ২০২৫