Ajker Patrika

‘শী’ এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ইউসিবির

আপডেট : ২৫ জুন ২০২২, ১৮: ০৭
‘শী’ এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ইউসিবির

সম্প্রতি এফ-কমার্স ভিত্তিক নারী সংস্থা ‘শী’-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। সংস্থাটির ২ লাখ ৫০ হাজারের বেশি সদস্য রয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে শী-এর সদস্যরা অগ্রাধিকারসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ ছাড়া, তাঁরা ইউসিবির নিয়মিত এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সুবিধাও পাবেন। ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া এবং শী-এর প্রতিষ্ঠাতা প্রমি দে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি এসএমই বিভাগের প্রধান ও এসভিপি মো. মহসিনুর রহমান, ইউসিবির অন্যান্য শাখা প্রধান এবং শী-এর মুখপাত্র জয়ন্ত সেন গুপ্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত