Ajker Patrika

‘বিশেষ প্রয়োজনে ব্যাংক খোলা রাখা যাবে’

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৭: ৪১
‘বিশেষ প্রয়োজনে ব্যাংক খোলা রাখা যাবে’

বিশেষ প্রয়োজনে ব্যাংক চালু রাখতে পারবে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ‘বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা প্রদান’ শীর্ষক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। 

উপসচিব মো. রেজাউল ইসলাম মঙ্গলবার বিকালে আজকের পত্রিকাকে বলেন, লকডাউনের মধ্যে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য গভর্নরকে চিঠি পাঠানো হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক কিভাবে এ সেবা দেবে তা নির্ধারণ করে জানিয়ে দেবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত আটদিনের জন্য চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত