নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৪ তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো—০৫৯৭৯৫৪। এ ছাড়া ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৬৭০৪০৮ নম্বর। তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে করে দুটি। সেই নম্বরগুলো হলো-০২৬৪৬৪২ ও ০৮১৩৪৮০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০১৯৭৯৮৫ ও ০৮৬৫৯৭৪।
আজ বুধবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭৮টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়।
এগুলো হলো—কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ গষ, গপ, গস এবং গহ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাঁদের নম্বরগুলো হলো—০০৩৯১৮৪,০২২৬৮৪৮, ০৪৪৭৯৪৫,০৬৫৯০৮৪, ০৮৪৭৮৪২,০০৪০৯৭৬, ০২৭৩১৮৬,০৪৪৮০২৫, ০৭০৪৯৪৬,০৮৭৮৪৭৮, ০০৬০১৪২,০৩৩২৬৬২, ০৪৫৪৪৩৮,০৭২১৪১১, ০৮৮৫০০৭,০০৮৭০৪৩, ০৪০০০৭৯,০৪৬৬৫৪০, ০৭২৩২১৫,০৮৯৪৩২৭, ০১১৮০১৪,০৪০৩৯৮৪, ০৪৭৪২৩৫,০৭২৪৭৭৪, ০৯০৬৭২২,০১৩৯৯৫২, ০৪১৭৭৭৪,০৪৯০৮৭২, ০৭৩১৫১২,০৯৫০২৫৪, ০১৫৭৭৬৫,০৪২৮১০২, ০৬৪১৬৯৫,০৭৯৫৬৫০, ০৯৫০৭৯১,০১৯৬৩৮৬, ০৪২৯১৪৮,০৬৫৬১৬৪, ০৮০১৯২৫ এবং ০৯৭৩৮২১।
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৪ তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো—০৫৯৭৯৫৪। এ ছাড়া ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৬৭০৪০৮ নম্বর। তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে করে দুটি। সেই নম্বরগুলো হলো-০২৬৪৬৪২ ও ০৮১৩৪৮০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০১৯৭৯৮৫ ও ০৮৬৫৯৭৪।
আজ বুধবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭৮টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়।
এগুলো হলো—কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ গষ, গপ, গস এবং গহ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাঁদের নম্বরগুলো হলো—০০৩৯১৮৪,০২২৬৮৪৮, ০৪৪৭৯৪৫,০৬৫৯০৮৪, ০৮৪৭৮৪২,০০৪০৯৭৬, ০২৭৩১৮৬,০৪৪৮০২৫, ০৭০৪৯৪৬,০৮৭৮৪৭৮, ০০৬০১৪২,০৩৩২৬৬২, ০৪৫৪৪৩৮,০৭২১৪১১, ০৮৮৫০০৭,০০৮৭০৪৩, ০৪০০০৭৯,০৪৬৬৫৪০, ০৭২৩২১৫,০৮৯৪৩২৭, ০১১৮০১৪,০৪০৩৯৮৪, ০৪৭৪২৩৫,০৭২৪৭৭৪, ০৯০৬৭২২,০১৩৯৯৫২, ০৪১৭৭৭৪,০৪৯০৮৭২, ০৭৩১৫১২,০৯৫০২৫৪, ০১৫৭৭৬৫,০৪২৮১০২, ০৬৪১৬৯৫,০৭৯৫৬৫০, ০৯৫০৭৯১,০১৯৬৩৮৬, ০৪২৯১৪৮,০৬৫৬১৬৪, ০৮০১৯২৫ এবং ০৯৭৩৮২১।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
১৮ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
১৮ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
১৮ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
১৮ দিন আগে